ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৭৮

পুঁজিবাজার শক্তিশালী করতে সব করা হবে  

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৪৪ ২৯ এপ্রিল ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,  আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী। তাই শেয়ারবাজার শক্তিশালী করার জন্য যা যা করার তাই করা হবে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে  সংসদ সদস্য আহসানুল হক টিটুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'একটা দেশের অর্থনীতি যত শক্তিশালী হয়, তার প্রতিফলনটা আমরা দেখতে পাই শেয়ারবাজারে। পৃথিবীর সারাদেশেই এভাবে শেয়ারবাজার আর অর্থনীতি সম্পৃক্ত থাকে। 
 আমাদের এগিয়ে যাওয়া থমকে যাবে, যদি আমাদের শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করতে না পারি। শেয়ারবাজারটি এখন নিয়ন্ত্রণে নাই।  তবে শেয়ারবাজারে যে সকল সমস্যা আছে, এরইমধ্যে আমরা চিহ্নিত করেছি। সবগুলোই এক এক করে সমাধান দেব।'
ব্যাংকিং খাতের সমস্যা চিহ্নিত হয়েছে এবং সম্ভাব্য সমাধান নির্ধারণ করা হয়েছে, এর ফলে কোনো কমিশন লাগবে না । 

রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আহসানুল হক টিটুর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙ্গা ও শক্তিশালী। বিশ্ব ব্যাংক ও আইএমএফ আমাদের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত। তারা অন্যান্য দেশকে বাংলাদেশকে অনুসরণ করতে বলেছে। আমাদের এ এগিয়ে যাওয়া থমকে যাবে যদি পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে আনতে না পারি।